উজিরপুরে শহীদ স্মরণিকা ডিক্রি কলেজের সিনিয়র প্রভাষক আক্তার হোসেনের স্মরণে শিক্ষক-শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা কর্তৃক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী মুন্সিরতাল্লুক কলেজ প্রাঙ্গনে সভায় চকমান মাদ্রাসার অধ্যক্ষ আঃ হক মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাষ্টার, প্রভাষক আবুল কাসেম, প্রধান শিক্ষক আলতাফুর রহমান, প্রফুল্ল কুমার হাওলাদার, প্রভাষক শংকর হালদার, ছাত্র তানভীর আহমেদ, সবুজ, তাজুল ইসলাম, ইমন, রানা প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধা এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও মরহুম আক্তার হোসেনের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।