More

    বরিশালে অপরিকল্পিতভাবে গ্রামের মধ্যে যাত্রী ছাউনি নির্মান

    অবশ্যই পরুন

    বাজার ছেড়ে গ্রামের মধ্যে নিজ বাড়ির পাশে অপরিকল্পিত ভাবে যাত্রী ছাউনি নির্মাণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ।
    সরেজমিনে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে উজিরপুর উপজেলার জল্লা-কুড়ালিয়া বাজারের দক্ষিণ দিকে ইটের রাস্তার পাশে গ্রামের মধ্যে তিন লাখ টাকা ব্যয়ে টিনসেড একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। মেসার্স মা-বাবার দোয়া নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেন। যাত্রী ছাউনির গায়ে লাগানো প্লেটে লেখা রয়েছে সৌজন্যে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈর নাম।

    স্থানীয়রা জানান, অপরিকল্পিত ভাবে নির্মিত এ যাত্রী ছাউনি সাধারণ পথচারীদের কোন উপকারে আসবেনা। যাত্রী ছাউনিটি বাজারের মধ্যে কিংবা মূল সড়কের পাশে নির্মাণ করা হলে পথচারীরা সুবিধা ভোগ করতে পারতো। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ বলেন, যাত্রী ছাউনি নির্মাণ করতে কেউ জায়গা না দেয়ায় বাজারের মধ্যে ও রাস্তার পাশে নির্মান করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে রির্পোট না করার জন্য তিনি অনুরোধ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...