More

    আগৈলঝাড়ায় গৈলা বাজারে ৪৬ তম নামযজ্ঞ সংকীর্ত্তন শুরু

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ
    “সর্ব যজ্ঞ হইতে শ্রেষ্ঠ নাম যজ্ঞ সার যাহা হইতে কলি যুগে শ্রেষ্ঠ নাহি
    আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার
    ঐতিহ্যবাহী গৈলা বাজারে প্রতিবছরের ন্যায় এবছরও তিন দিনব্যাপি
    সামাজিক দূরত্ব বজায় রেখে গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদ্ধসঢ়;যাপন
    কমিটির উদ্যোগে দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ
    কামনায় শ্রীমদ্ভাগবত পাঠ ও ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারক ব্রক্ষ্ম
    মহানাম যজ্ঞানুষ্ঠান ৪৬তম নামযজ্ঞ মহোৎসব সংকীর্ত্তন অনুষ্ঠান শুরু হয়েছে।
    সোমবার সন্ধ্যায় ৪৬তম নামযজ্ঞ মহোৎসব সংকীর্ত্তন অনুষ্ঠানে উপস্থিত
    ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন
    সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সহ-
    সভাপতি আব্দুল্লাহ লিটন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু,
    উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সোহরাব
    হোসেন বাবুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি
    হালিমুজ্জামান হালিম, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, আশ্রাফুল আলম
    দুলাল, ইলিয়াস শরীফ, সুমন্ত রায়, গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন
    কমিটির সভাপতি সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত। চব্বিশ
    প্রহর ব্যাপি সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠান্তে মহানাম যজ্ঞানুষ্ঠান
    শুভ গন্ধাধিবাসের মাধ্যামে ২২, ২৩, ও ২৪ ফেব্রুয়ারী রোজ সোম, মঙ্গল ও
    বুধবার অবিরাম শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন শেষে ২৫ ফেব্রুয়ারি
    বৃহস্পতিবার প্রভাতে নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, শান্তি
    আর্শিবাদ ও প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রবুর ভোগ
    আরাধনা, আরতী কীর্ত্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে
    অনুষ্ঠিত হবে। গৈলা বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি
    ব্যবসায়ী সুশান্ত কর্মকার ও সাধারণ সম্পাদক এনজিও পরিচালক কাজল দাশ গুপ্ত
    জানান, সংঘাত ও অশান্তিময় বিশ্বে হিংসা, লোভ-লালসা এবং হিংসা-
    বিদ্বেষের মধ্যে আকন্ঠ নিমজ্জিত, সহনশীলতার অভাব প্রকটিত, বুদ্ধি-বিত্তের
    মারপ্যাঁচে লাঞ্চিত। এই সংকট উত্তরন ও মানবাত্মার শান্তি কামনায় কলিহত
    জীবের উদ্ধারের একমাত্র পথ নাম সংকীর্ত্তণ। বিশ্ব জননীর সন্তানদের অগ্রগতি,
    শান্তি ও মঙ্গল কামনায় ২২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় শুভাধিবাসের মধ্য
    দিয়ে শুভ সূচনা হয়ে তিন দিনের মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। নাম
    যজ্ঞানুষ্ঠান চলবে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রভাত পর্যন্ত। এবার অমৃত
    নামসুধা পরিবেশন করছেন মানিকগঞ্জ থেকে আগত শ্রীশ্রী লক্ষ্মী নারায়ন
    সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে আগত শ্রীশ্রী রাই বিনোদিনী সম্প্রদায়,
    শ্রীশ্রী প্রভূজী সম্প্রদায়, খুলনা থেকে আগত শ্রীশ্রী আদি বিবেকানন্দ

    সম্প্রদায়, শ্রীশ্রী ভাই ভাই সম্প্রদায়, বরিশাল থেকে আগত শ্রীশ্রী রাই
    ঠাকুর সম্প্রদায়। কাজল দাশ গুপ্ত আরো জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের
    কারনে সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসরন করে সার্বিক
    অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাস্ক ব্যবহার
    বাধ্যতামূলক করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলা-৩ আসনে বিএনপি ও বিডিপি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ‪ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় প্রার্থী মেজর অবঃ...