More

    উডসের অস্ত্রোপচার সম্পন্ন, সাড়া দিচ্ছেন

    অবশ্যই পরুন

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গলফার টাইগার উডসের পায়ের অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর সুস্থ আছেন এ কিংবদন্তি গলফার। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

    অস্ত্রোপচারের পর সাড়া দিচ্ছেন ৪৫ বছর বয়সী উডস। এর আগে একটি টুর্নামেন্টের অতিথি হিসেবে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন টাইগার উডস। সেখান থেকে ফেরার সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক পাহাড়ি রাস্তায় হঠাৎ তার গাড়িটি অনিয়ন্ত্রিতভাবে উল্টে পড়ে। ছিটকে যান রাস্তা থেকে প্রায় ৫০ গজ দূরে। মারাত্মক আহত অবস্থায় তাকে গাড়ি কেটে বের করে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা।

    এর আগেও ২০০৯ সালে সড়ক দুর্ঘটনার শিকার হন টাইগার উডস। তবে এবারেরটা তার চেয়েও ভয়াবহ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পুরো জাতি প্রস্তুত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে...