ওসাসুনার মাঠে প্রথমার্ধের ৩০ মিনিটে মেসির ক্রস থেকে পাওয়া বল জোরালো শটে জালে জড়িয়ে দলকে লিড এনে দেন লেফটব্যাক জর্দি আলবা। দ্বিতীয়ার্ধে সুযোগ আসে স্বাগতিকদেরও, কিন্তু রুবেন গার্সিয়ার ক্রস থেকে পাওয়া বল ডাইভিং হেডে জালে জড়াতে ব্যর্থ ওসাসুনা ফরোয়ার্ড ক্যালেরি। তবে খানিক বাদে আবারও মেসির অ্যাসিস্টে বার্সার জার্সি গায়ে নিজের প্রথম গোল করেন ইলাইশ মরিবা।
বাকি সময়ে গোল পায়নি কেউই তাই ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এ জয়ে ২৭ ম্যাচের ১৭টি জিতে ৫৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরে নিজেদের স্থান ধরে রাখলো রোনাল্ড কোম্যানের দল।
অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। হাফটাইমের আগে লিড ডাবল করেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে ৩-০ গোলের জয় এনে দেন এমবাপ্পে। এ জয়ে শীর্ষে থাকা লিলের সাথে ব্যবধান কমালো পিএসজি। ২৮ ম্যাচে ১৯ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে লিওকে টপকে টেবিলের দুইয়ে উঠে এসেছে পচেত্তিনোর দল।