More

    কলেজছাত্রের প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে তাসলিম আব্দুল্লাহর মৃত্যু হয়

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ছাত্রের নাম তাসলিম আব্দুল্লাহ (২১)। তিনি উপজেলার শির্ষা গ্রামের প্রবাসী আল-আমিন ফকিরের ছেলে।

    বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার চিরাপাড়া গ্রামে তার মৃত্যু হয়।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিনি চিরাপাড়া গ্রামে তার মামা মো. নাজমুজ শাহাদাৎ বাবুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার ঘর থেকে পাঞ্জেগানা মসজিদে বিদ্যুতের লাইন সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...