More

    পটুয়াখালীর স্থানীয়রা মানববন্ধন করেছেন কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে ,

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক নেতা।মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের তিন সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মী এবং স্থানীয় মানুষ অংশ নেন। বক্তারা কলাপাড়াকে জেলা ঘোষণার যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাকিতে মানববন্ধন ও গণজমায়েতের ঘোষনা দেন তারা।পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...