More

    পটুয়াখালীর স্থানীয়রা মানববন্ধন করেছেন কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে ,

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক নেতা।মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের তিন সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মী এবং স্থানীয় মানুষ অংশ নেন। বক্তারা কলাপাড়াকে জেলা ঘোষণার যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাকিতে মানববন্ধন ও গণজমায়েতের ঘোষনা দেন তারা।পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...