More

    গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১০

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১০) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দুমকি উপজেলার লালখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    বাসের আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপারি পরিবহনের একটি বাস দুমকি-বাউফল সড়কের লালখা ব্রিজ এলাকায় পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাসে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত আট যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান।এ ঘটনার পর বাসচালক ও হেলপার পলাতক রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...