More

    শপথ নিলেন বরিশাল বিভাগের ৪ পৌর মেয়র

    অবশ্যই পরুন

    দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বরিশাল বিভাগে নবনির্বাচিত ৪ মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।এ সময় শপথ গ্রহণ করেন নলছিটি পৌরসভার আব্দুল ওয়াহেদ খান, বানারীপাড়া পৌরসভার সুভাষ চন্দ্র শীল, মুলাদীর পৌরসভার শফিক উজ্জামান, কলাপাড়া বিপুল চন্দ্র হাওলাদার।আব্দুল ওয়াহেদ খান ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী।আব্দুল ওয়াহেদ খান ১৪ হাজার ৫শ ৬৪ ত্রিশ ভোট পেয়ে জয় লাভ করেন। সুভাষ চন্দ্র শীল বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ৪ শত ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মুলাদীতে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিক উজ্জামান ৯ হাজার ৩শ’ ৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন।পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার ৩ হাজর ৩৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।এসময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।শপথ পাঠ করার সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল বলেন, নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা জনগণের প্রতিনিধি।তাদের জনগনের কল্যাণে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো এবং সরকারি বিধি বিধান মেনে জনগণের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দলমত নির্বিশেষে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা -অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম

    স্টাফ রিপোর্টার:পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের মোল্লার হাটে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০...