More

    হারিয়ে যাচ্ছে বরগুনার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরী হস্ত শিল্প

    অবশ্যই পরুন

    বাশঁ ও বেত দিয়ে তৈরী ঐতিহ্যবাহী ডালা, কুলা, চালোন, ফুলদানী, সাজি, মড়া, চেয়ার ইত্যাদি পন্য সামগ্রী তৈরীতে আগ্রহ হারাচ্ছেন বরগুনার হস্ত শিল্পীরা। এ সকল ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় পন্য দক্ষিণাঞ্চলের বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের বড় বাড়ী এবং পৌর শহরের কাঠপট্রী এলাকার পাটনি বাড়ী বিখ্যাত।

    সঠিকভাবে বাজারজাত, মূলধন না থাকায় এবং বাঁশ, বেত কমে যাওয়া ও মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন কারনে হারিয়ে যাচ্ছে এই শিল্প। প্রায় কয়েক যুগ ধরে এ সকল পন্য তৈরী করে আসছেন পাটনি বাড়ীর ষাটোর্ধ বলাই মাঝি। তার কাছ থেকে জানা যায়, বর্তমানে এই পাটনি বাড়ীতে ২০ টি পরিবার রয়েছে যারা এই পন্য তৈরীতে ব্যস্ত সময় কাটান এবং এ দিয়েই তাদের কোনমতে সংসার চলে।

    তিনি বলেন, ষ্ট্রোক করার পর থেকে সেই আগের মত আর কাজ করতে পারিনা, চোখেও কম দেখি। ২৫ বছর আগে বাঁশ ও বেতের দাম অনেক কম ছিলো তাই মূলধন অনেক কম লাগতো এবং বাজারে এ সকল জিনিষের চাহিদা থাকায় প্রচুর বেচা কেনা এবং আশানুরূপ লাভও হতো।

    বর্তমানে বাঁশ, বেতের দাম বৃদ্ধি, মূলধন নেই এবং বাজারে মেশিনে তৈরী প্লাষ্টিকের হরেক রকমেরর পন্য সামগ্রি তৈরী হওয়ায় আমাদের হাতে তৈরী এসবের চাহিদা অনেক কমে গেছে তাই অনেকেই বাধ্য হয়ে এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিয়েছে।

    স্ত্রী দুই ছলে ও দুই মেয়ে নিয়ে বলাই মাঝির পরিবারে সদস্য সংখ্যা ৬ জন। খেয়ে না খেয়ে দৈন্যদশায় চলছে তার সংসার। বড় ছেলে প্রতিবন্ধি ছোট ছেলের চোখ নষ্ট। সংসারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তিনিই। সরকারের সু-দৃষ্টি ও আর্থিক সাহায্য পেলে হয়ত এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...