নানা কর্মসূচির মধ্য দিয়ে এখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল পুলিশ লাইনস মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। ২৬ মার্চ প্রথম প্রহরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে ও পরে নগরের ৩০ গোডাউনের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড। এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানরগর বিএনপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।