More

    বরিশালে কাউন্সিলর ফারুক মীরার স্ত্রী রহস্যজনক মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক মীরার সহধর্মিনী ফিরোজা বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

    পরিবারের দাবি- তিনি দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভূগছিলেন। হয়তো সকালে পুকুরের ঘাটে গিয়ে মৃগী শুরু হলে তিনি পানিতে পরে মারা যান।

    তবে স্থানীয়রা বলছে- এরআগে কখনো তারা শোনেনি তার মৃগী রোগ রয়েছে বা অসুস্থ হয়েছে। তিনি খুব সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পুকুরের পানিতে পরে মারা যায়। এর পিছনে কোন রহস্য হয়েছে।

    এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অস্বাভাবিক কিছু না পাওয়ায় আর কারো অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...