More

    পটুয়াখালীতে স্কুলছাত্রীকে যৌণ হয়রাণী, বৃদ্ধ গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মনষাতলী গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌণ হয়রানীর অভিযোগে সুলতান হাওলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ছাত্রীর মা বাদী হয় সুলতানকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পরে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মায়ের নির্দেশে প্রতিবেশী সুলতান হাওলাদারের বাসায় চালের কুড়া আনতে যায় ওই ছাত্রী। এসময় তাকে ডাক দিয়ে ঘরে ডেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে যৌণ হয়রানী করে বৃদ্ধ সুলতান। ওই ছাত্রী ভয়ে ডাকচিৎকার দিয়ে দৌঁড়ে বাড়ি গিয়ে তার অভিভাবককে এ ঘটনা জানায়। পরে তার অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি সুলতানের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে। সেদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে। পরদিন এ ঘটনায় সুলতানকে গ্রেফতার করে পুলিশ।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে সুলতান হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...