More

    বরিশালে যুবতী ভিক্ষুকের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

    অবশ্যই পরুন

    যুবতী এক ভিক্ষুককে ব্যবসার উপকরণ কিনে দিয়েছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় তানিয়া আক্তার নামের ওই ভিক্ষুক যুবতীর হাতে সহায়তার উপকরণ তুলে দেয়া হয়েছে।

    জেলা প্রশাসক সূত্র জানা গেছে, তানিয়া নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় ভিক্ষা করে রাতে সেখানেই ফুটপাতে রাত্রিযাপন করেন। দুই বছর আগে তানিয়াকে তার স্বামী আব্দুল ফেলে চলে যায়। সেই থেকে স্বামী হারা হয়ে অভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন তানিয়া আক্তার। বিষয়টি নজরে আসায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ওই যুবতী ভিক্ষুককে ব্যবসার উপকরণে ব্যবস্তা করেছেন জেলা প্রশাসক।

    বরগুনার আমতলী উপজেলার উলাতলার গ্রামের জাফর মিয়ার কন্যা তানিয়া আক্তার জানান, তাকে ১০হাজার টাকা মূল্যের চা, পান-সিগারেটসহ তা বিক্রির উপকরণ দেয়া হয়েছে। এগুলো বিক্রি করে দুই বছরের একমাত্র শিশু কন্যা জান্নাতকে নিয়ে তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখবেন।

    ব্যবসার উপকরণ প্রদানের সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সমাজ সেবা অধিদপ্তরের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহন দেবীরচরে শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ

    লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের...