হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচি চলাকালে হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নিহত হওয়ার প্রতিবাদে এবং গ্রেফতারদের মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) হেফাজতের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় বরিশাল নগরের বাজাররোডস্থ জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদরাসা ময়দানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।