More

    আজ বরিশালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার দিন

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে ২০০৪ সালে সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় ২০০৯ সালের ২০ জুলাই একটি মামলা হয়েছে। বরিশালের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আলী আহসানের আদালতে মামলাটি করেন গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম হাফিজ মৃধা। হাকিম মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানাকে ২০০৯ সালের ১৯ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, তার ব্যক্তিগত সহকারি (পিএস) খোন্দকার কাওছার হোসেনসহ স্থানীয় বিএনপির ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ তালুকদার মো. ইউনুছ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কালিয়া দমন গুহ, নুরুল হক তালুকদার, গোলাম সরোয়ার ফারুক ও ডা. আওলাদ হোসেনকে সাক্ষী করা হয়েছে।

    মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ কর্মী-সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিএনপি-জামায়াতের ক্যাডাররা নির্মম হামলা চালায়। তার প্রত্যক্ষ করতে ২০০৪ সালের ২ এপ্রিল শেখ হাসিনার সড়কপথে বরিশালের উদ্দেশ্যে আসছিলো। ওইদিন দুপুর ১২টার দিকে গাড়ি বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা অতিক্রমকালে তৎকালীন বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাংসদ জহির উদ্দিন স্বপনের নির্দেশে তার ব্যক্তিগত সহকারি খোন্দকার কাওছার হোসেনের নেতৃত্বে অন্যান্য আসামিরা সংঘবদ্ধ হয়ে শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালিয়ে সফর সঙ্গীদের মারধর ও তার (শেখ হাসিনা) গাড়ি ভাঙচুর করে।

    তৎকালীন সময়ে গাড়ি বহরে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা গৌরনদী থানায় মামলা দায়ের করতে গেলেও সাংসদ জহির উদ্দিন স্বপনের নির্দেশে মামলা গ্রহণ করেনি পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...