More

    পটুয়াখালীতে গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৯০০ গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কোড়ালিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতার দু’জন হলেন- বিল্লবাড়ী ৮ নম্বর ওয়ার্ড কাশিপুর গ্রামের বাসিন্দা মো. মিন্টু হাওলাদারের ছেলে ইয়াছিন (২০) ও কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মৃত আকরাম আলীর ছেলে আজিজ হাওলাদার ওরফে বাবু (২৮)।

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ওই দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...