More

    বরিশালে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীকে মারধর করলেন চালক

    অবশ্যই পরুন

    নাম তার সৈয়দ আক্তার হোসেন বাদল। এক অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া চাওয়ায় প্রতিবাদ করেছিলেন তিনি। আর এতে তাকে মারধর করে মুখমণ্ডল ফাটিয়ে দিয়েছেন ওই চালক।

    আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তিনি নগরীর সাগরদি এলাকার একজন ব্যবসায়ী।

    সোমবার লকডাউনের প্রথম দিন সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে।

    আহত আক্তার হোসেন জানান, সাগরদি থেকে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় চড়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে নামেন তিনি। পূর্ব নির্ধারিত ভাড়া ৫ টাকা দিলে ওই অটোচালক তা না নিয়ে দ্বিগুণ ভাড়া ১০ টাকা দাবি করেন। এ নিয়ে বাদানুবাদ হলে চালক তার ওপর আকস্মিক আক্রমণ চালান।

    অটোচালকের হামলায় যাত্রী বাদলের মুখমণ্ডল ও ডান চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা রেখে পালিয়ে যান ওই চালক।

    পরে আহত ওই ব্যক্তিকে শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...