পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শুভসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে বোমা দুটি বিস্ফোরিত হয়নি।
সোমবার রাত ১১টার দিকে পৌরসভার উকিলপাড়া এলাকায় গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে সাংবাদিকদের জানান পৌর যুবলীগের ওই নেতা। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।