More

    বাউফল/ বিদ্যালয় যেন প্রধান শিক্ষকের ঘর-বাড়ি !

    অবশ্যই পরুন

    মোঃ জসীম উদ্দিন, বাউফল >> পটুয়াখালীর বাউফলের ২৫ নম্বর চর চাঁদকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে ওই বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র পাইক শ্রেণি কক্ষগুলো তার ঘর বাড়িতে পরিণত করেছেন। ওই বিদ্যালয়ের সব শ্রেণি কক্ষে তিনি ধান, কুমড়া, টমেটো, মরিচ ও খড়কুটো  রাখেছেন। যার ফলে বিদ্যালয়ের ভবনের রং ও সেঁতসেঁত ভিজা থাকার মান নষ্ট হচ্ছে।

    সরেজমিন দেখা গেছে, ওই বিদ্যালয়ের নিচতলায় খড়কুটা রাখা হয়েছে। দ্বিতীয় তলায় শ্রেণি কক্ষগুলোতে  ধান, মিষ্টি কুমড়া, টমেটোসহ নানা ধরণের সবজি মজুদ করে রেখেছেন। শ্রেণি কক্ষজুড়ে ধান রেখে শুকানো হচ্ছে। এ অবস্থা দেখে মনে হচ্ছে এই বিদ্যালয় ভবনটি তার বাড়ি ঘর।  তার ইচ্ছেমত ঘরটি ব্যবহার করছেন।

    ৫ নম্বর চর চাঁদকাঠি সরকারী প্রাথমিক বিদ্যায়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আওতায় দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ওই বিদ্যালয মোট ১৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন।

    এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল সালাম মৌলভী সাংবাদিকদের বলেন, করোনাকালীন স্কুল বন্ধ। তাই  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রেণি কক্ষগুলো ব্যবহার করছেন। তা দোষণীয় কিছু নয়।’

    উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...