More

    বরিশাল সরোয়ার- ফারুক গ্রুপিং এখন প্রকাশ্যে

    অবশ্যই পরুন

    বি.,এন.পি- বরিশাল মহানগর শাখায় সরোয়ার- ফারুক গ্রুপিং এখন প্রকাশ্যে। বি.এন.পি-র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভাকে কেন্দ্র করে বি.এন.পি- বরিশাল মহানগর শাখার গ্রুপিং প্রকাশ্যে এসেছে গতকাল। 
        বিবাদমান গ্রুপ দুটি পৃথক স্থানে  ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। একটি গ্রুপের নেতৃত্বে বি.এন.পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বি.এন.পি- র সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার ( সাবেক এম.পি)  অন্য গ্রুপটির নেতৃত্বে বরিশাল মহানগর বি.এন.পি-র সিনিয়র সহ সভাপতি  মনিরুজ্জামান ফারুক। ভার্চুয়াল আলোচনা সভায় সকল ইউনিটের  সভাপতিগন বক্তৃতা দিলেও বরিশাল মহানগর বি এন পি-র রাজনীতিতে বিবাদমান দুটি গ্রুপ প্রকাশ্য হওয়ায় বরিশাল থেকে বক্তৃতা দিতে পারেন নি নগর বি.এন.পি – র সভাপতি মজিবর রহমান সরোয়ার।  বরিশাল থেকে বক্তৃতা দেন বরিশাল জেলা বি.এন.পি (দঃ) এর সভাপতি জনাব আলহাজ্ব এবায়দুল হক চান। মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বি এন পি-র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আকবর শেঠ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তরিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ আরো অনেক নেতৃবৃন্দ।
       অপর দিনে মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বি এন পি-র সহ-সভাপতি  মনিরুল আহসান তালুকদার মনির,  এ্যাড. আখতার হোসেন মেবুল, যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ (কাউন্সিলর) সহ সাধারণ সম্পাদক সাইফুল আহসান আজিম, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আবুল হাসান লিমন, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত)  মাজহারুল ইসলাম জাহান, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম সহ আরো অনেক নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...