More

    বয়স আঠারোর্ধ্ব হলে শিক্ষার্থীরা টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

    অবশ্যই পরুন

    চলমান মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে তাকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে।।

    বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন উত্তর ও দক্ষিণবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। লকডাউনের সুফল শুরু হয়েছে। তিনি জানান, গ্রামে আক্রান্ত বেশি হচ্ছে। তাদের সচেতনতার অভাব রয়েছে। তারা শুরুতেই হাসপাতালে আসতে চান না। গ্রাম পর্যায়ে তদারকির ব্যবস্থা রাখার ব্যাপারেও জোর দেন তিনি। লকডাউন শিথিল করায় আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা জানান তিনি। ঈদের আনন্দ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ার মহিপুরে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে একটি বসত ঘর থেকে স্বামী সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫)...