ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর ওপর দফায় দফায় মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহীন হাওলাদার পুটিয়াখালি গ্রামের বাসিন্দা এবং গালুয়া বাজারে মিষ্টির ব্যবসা করেন। অভিযুক্ত মো. মাসুদ ক্বারীর কানুদাসকাঠি এলাকার বাসিন্দা।
শাহীন হাওলাদার অভিযোগ করে জানান, প্রায় দেড় বছর আগে অভিযুক্ত মাসুদ ক্বারী তার বড় ছেলে রিফাতের বিয়ের অনুষ্ঠানের জন্য তার দোকান থেকে বাকিতে মিষ্টি নেন। ওই সময় মিষ্টির মূল্য বাবদ প্রায় পাঁচ হাজার টাকা পাওনা থাকে। একাধিকবার টাকা চাইতে গেলে মাসুদ ক্বারী তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে মারধরসহ গলা কেটে হত্যার হুমকি দেন।

এরপর বিষয়টি জানিয়ে তিনি রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভুক্তভোগীর দাবি, জিডির বিষয়টি জানতে পেরে বুধবার রাতের আঁধারে মো. মাসুদ ক্বারী ও তার সঙ্গে থাকা আরও ৩–৪ জন ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা আনুমানিক ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। মারধরের ফলে শাহীন হাওলাদার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদ ক্বারী অভিযোগ অস্বীকার করে বলেন, “শাহীনের সঙ্গে কোনো মারামারি হয়নি।
তবে টাকা পাওনা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
