More

    মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মিছিল ও গণসংযোগ

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুর-৩ (কালকিনি–ডাসার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

    এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতারা বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকাজুড়ে ব্যাপক জনসমর্থন রয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে প্রচারণা অব্যাহত থাকবে বলেও তারা জানান।

    ধানের শীষ প্রতীকের পক্ষে এ মিছিল ও গণসংযোগে সার্বিক সহযোগিতা করেন ইতালিস্থ মাদারীপুর শাখার বি,এন,পি পোস্টল ভোট সহায়ক কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও ইতালি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইতালিতস্থ মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো.বেলায়েত হোসেন রিমন এর উদ্যোগে মিছিল ও গণসংযোগ সফল হয়েছে।

    গোপালপুর ইউনিয়নের ধজি এলাকায় মিছিলটি পরিদর্শন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নানা উদ্যোগেও ভোগান্তি কমেনি এলপিজি গ্রাহকের

    রিফিল করার জন্য এলপিজি সিলিন্ডার নিচ্ছে না কোম্পানিগুলো। ফলে দোকানের গোডাউনে জমছে সিলিন্ডারের সংখ্যা। এদিকে এলপিজি’র সংকট আরও ঘনীভূত...