কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুর-৩ (কালকিনি–ডাসার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতারা বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকাজুড়ে ব্যাপক জনসমর্থন রয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে প্রচারণা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
ধানের শীষ প্রতীকের পক্ষে এ মিছিল ও গণসংযোগে সার্বিক সহযোগিতা করেন ইতালিস্থ মাদারীপুর শাখার বি,এন,পি পোস্টল ভোট সহায়ক কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও ইতালি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইতালিতস্থ মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো.বেলায়েত হোসেন রিমন এর উদ্যোগে মিছিল ও গণসংযোগ সফল হয়েছে।
গোপালপুর ইউনিয়নের ধজি এলাকায় মিছিলটি পরিদর্শন করেন।
