More

    তামিমের বিষয়ে বিস্মিত বিশ্লেষক ফাহিম

    অবশ্যই পরুন

    বিশ্বকাপের মতো বড় মঞ্চের ব্যাপারটি মাথায় রেখে তামিম ইকবালকে ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত ছিল ক্রিকেট বোর্ডের। কোনো উদ্যোগ না দেখে বরং বিস্মিত হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তার মতে, বিশ্বকাপের মঞ্চে তামিমের মতো ওপেনারের না থাকায় বাকি তিন ওপেনারের জন্য চ্যালেঞ্জটা কঠিন হবে।টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরদিন তামিম কেন চূড়ান্ত দলে শেষ পর্যন্ত নেই তিনি এ ব্যাপারে পরিষ্কার করেছেন। কিন্তু বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চের ব্যাপারটি মাথায় রেখে তামিম ইকবালের মতো বিশ্বমানের ওপেনার আর অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে দলের স্বার্থেই তামিম ইকবালকে বিশ্বকাপ দলের রাখা উচিত ছিল।

    নাজমুল আবেদীন ফাহিম বলেন, এটা আমার কাছে অবাক লেগেছে। আমরা অনেক দিন ধরেই শুনে এসেছি যে তামিম অটোমেটিক চয়েস। সে যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়। তাকে দলের জন্য প্রয়োজন, তাকে আবার খেলতে আসতে বলতে কাউকে শুনিনি। সবাই বলছে, সে ভালো খেলোয়াড়। তাকে অনেক মিস করবো। কিন্তু কাউকে দেখিনি, তামিমকে ফিরে আসার জন্য অনুরোধ জানাতে।

    শুধু কি তাই। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তামিম তিন নম্বরে থাকলেও, ম্যাচ কম খেলার তুলনায় স্ট্রাইক রেট কিংবা ম্যাচ প্রতি গড়ের হিসেবে তামিম এখনও সবার চেয়ে আলাদা। তাই বিশ্বকাপের মতো বিশাল এক মঞ্চে তামিম ইকবালের অভাব পূরণে কতটা আস্থা রাখতে পারবে নাইম লিটন সৌম্যরা প্রশ্ন থেকেই যায়!বাংলাদেশের হয়ে অভিষেকের পর এই প্রথম তামিমকে ছাড়া ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে টাইগাররা। ফাহিম বলেন, তিনজন ওপেনারের ফর্ম নিয়েই আমি চিন্তিত। যতটুকু সময় আছে, তাতে তারা কতটুকু ফিরে আসতে পারবে, সেটা নিয়েই চিন্তিত। তবে ফিরে আসতে পারলে অবশ্যই ভালো হবে। এত বড় একটা প্লাটফর্মে তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের মানিয়ে নেওয়াটা সহজ হত। কিন্তু তুলনামূলক নতুনদের জন্য পারফরম্যান্সটা কঠিন হবে। প্রথম যে কোয়ালিফাইংটা খেলতে হবে, তা অত্যন্ত চাপের মধ্য দিয়ে আমাদের খেলতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত “দু”টি বসতবাড়ী পরিদর্শন করলেন  এস সরফুদ্দিন সান্টু

    রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের ৬নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া "দু"টি বসতঘর পরিদর্শন করেছেন...