More

    মরুতে থামলো সাকিব-ঝড়, এখনও আছেন নাইম

    অবশ্যই পরুন

    টি-টোয়েন্টির যে মানসিকতার কথা বলা হচ্ছে সবদিকে, অবশেষে সেই মানসিকতার দেখা মিললো সাকিব আল হাসানের ব্যাটে। রান আউট হওয়ার আগে মাঠে ঝড়ই বইয়ে দিয়েছেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। স্কটল্যান্ডের বিরুদ্ধে ২৮ বলে ২০ রান করার পর সমালোচিত হচ্ছিলেন যে সাকিব, তিনিই আজ রান তুলেছেন ১৪৪ স্ট্রাইক রেটে। ৬ চারের সাহায্যে ২৯ বলে ৪২ রান করে আকিব ইলিয়াসের সরাসরি থ্রোতে রান আউট না হলে সাকিব-ঝড়ে আরও অশান্ত হতে পারতো ওমানের মরূদ্যান।

    মোহাম্মদ নাইম ও সাকিব আল হাসান ৫৪ বলে ৮০ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে নিয়ে এসেছেন আশাব্যঞ্জক ছন্দে। সাকিবের আউটের পর ক্রিজে এসে দ্রুতই বিদায় নিয়েছেন নুরুল হাসান সোহান। মাত্র ৩ রান করে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অন্যদিকে ফিফটি পেয়েছেন নাইম। তিনটি চার ও তিনটি ছয়ের সাহায্যে নাইম খেলছেন ৪৭ বলে ৬২ রান নিয়ে।

    প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ১৫.১ ওভারে ৪ উইকেটে ১১৮ রান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...