বরিশাল নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্বী আক্তার (২৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে বাবার বসতবাড়ির নিকটবর্তী বাগানের ডোবা থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
তন্বী বড়মাছুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর বড়মাছুয়া গ্রামের আব্দুর রাজ্জাক আকনের মেয়ে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই গৃহবধূর বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার সকালে মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর আগে বানারীপাড়ার তৌহিদ নামের এক যুবকের সঙ্গে তন্বীর বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে তন্বী বাবার বাড়িতেই থাকছিলেন। তার স্বামী মোংলা বন্দরে জাহাজে চাকরি করেন।
(২১ ডিসেম্বর) থেকে তন্বীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পায়নি পরিবার। পরদিন স্থানীয় সাঈদ মিয়ার স্ত্রী মিনারা ও কামাল আকনের স্ত্রী বানেছা বেগম বাগানে সুপারি গাছের শুকনো পাতা (খোল) কুড়াতে গিয়ে তন্বীর মরদেহ বাগানের নালার মধ্যে পড়ে থাকতে দেখে তাঁর স্বজন ও প্রতিবেশীদের জানান।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে রাতে তন্বীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. ইব্রাহিমের নেতৃত্বে থানা, ডিবি পুলিশ, পিবিআই ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল নিউজ/এসএলটি