বরিশাল নিউজ ডেস্ক : পিরোজপুরে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান,গতকাল (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের পোস্ট অফিস সড়কের পাশে জেলা বিএনপি কার্যালয় ও এর আশপাশে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, দুপুরে বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি ছিল। ছাত্রলীগ মিছিল বের করলে বিএনপির নেতাকর্মীরা তাতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বরিশাল নিউজ/এসএলটি