More

    সংবাদ সম্মেলন করছেন না পরীমণি

    অবশ্যই পরুন

    বেশ কয়েক দিন ধরেই রাজের সঙ্গে পরীমণির ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমণি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এ নায়িকা। কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ওই স্ট্যাটাস দিলেন তিনি।

    বালিশ ও বিছানায় রক্তের দাগ স্পষ্ট—এমন দুটি ছবি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমরো লোডিং।

    রাজের সঙ্গে পরীমণির ঝগড়ার কারণে পরীমণি আহত হয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করছেন না এই নায়িকা।

    এ বিষয়ে পরীমণি বলেন, ‘সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা না বলাই ভালো। শত হলেও রাজ আমার সন্তানের বাবা। আপাতত পাবলিকলি কিছু বলছি না।’

    ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সে সময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন...