বেশ কয়েক দিন ধরেই রাজের সঙ্গে পরীমণির ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমণি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এ নায়িকা। কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ওই স্ট্যাটাস দিলেন তিনি।
বালিশ ও বিছানায় রক্তের দাগ স্পষ্ট—এমন দুটি ছবি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমরো লোডিং।
রাজের সঙ্গে পরীমণির ঝগড়ার কারণে পরীমণি আহত হয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করছেন না এই নায়িকা।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা না বলাই ভালো। শত হলেও রাজ আমার সন্তানের বাবা। আপাতত পাবলিকলি কিছু বলছি না।’