বরিশালে আজ থেকে শুরু হচ্ছে নাট্যোৎসব। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। বরিশালসহ ঢাকার বেশ কয়েকটি নাট্যদলের নাটক দেখানো হবে সেখানে । ৮ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে নাটকগুলো।
আজ দেখা যাবে শব্দাবলী গ্রুপ থিয়টারের নাটক ‘উপসংহার’। কাল দেখা যাবে ঢাকার পদাতিক নাট্য সংসদ টিএসসির ‘গহনযাত্রা’। ৮ জানুয়ারি থাকছে ঢাকার চারুনীড়ম থিয়েটারের ‘নানা রঙের দিন’।
পরের দিন ৯ জানুয়ারি ঢাকার থিয়েটার আরামবাগের ‘নিখাই’। ১০ জানুয়ারি রবীন্দ্রনগর নাট্যযুধ-এর ‘দহনরাত’। ১১ জানুয়ারি দেখা যাবে সংলাপ গ্রুপ থিয়েটারের নাটক ‘বোধ’।
১২ জানুয়ারি থাকছে চট্টগ্রামের কথক থিয়েটারের নাটক ‘অস্পৃশ্য’। ১৩ জানুয়ারি সমাপনী দিনে থাকছে বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের নাটক ‘বৈশাখিনী’।
বরিশাল নিউজ/স্ব/খ