বরিশালের আগৈলঝাড়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে ছাগলের খোয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ২০ জন মৎস্যজীবীদের মাঝে ছাগলের খোয়ার বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ারসহ প্রমুখ।
বরিশাল নিউজ/স্ব/খ