বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের আমানতগঞ্জ এলাকায় গতকাল রাতে একটি ৫ তলা বিল্ডিং এ ২ তলা ও ৩ তলা ফ্লাট রুমে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান একই এলাকার স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান তিনি নিশ্চিত করে জানান,গর্ভীর রাতে আমানতগঞ্জ এলাকার দরগাবাড়ি সড়কের
এডভোকেট মানসুর হাজ্জাজের পাঁচ তলা বিল্ডিংয়ে ২ তলা ও ৩ তলা ফ্লাটে এক ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ ৮ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বাসার বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
ডাকাতির সময় ভিডিও ফুটেজে দেখা গেছে বাসার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছে ও মালামাল নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বরিশাল নিউজ/এম/স