More

    টস হেরে ব্যাটিংয়ে বরিশাল,ওপেনে মিরাজের চমক

    অবশ্যই পরুন

    ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন বন্দরনগরীতে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে শুক্রবার (১৩ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে হোম টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু দুপুর ২টায় শুরু হওয়ার কথা।

    ঢাকা পর্বে দুটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেখানে এক জয়ের বিপরীতে আছে এক হার। তবে চট্টলাবাসীর চাওয়া, ঢাকার জয়-পরাজয় ছাপিয়ে ঘরের মাঠে নতুন শুরু করবে চ্যালেঞ্জাররা।

    ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ জুলিয়ান উড বলেন, ‘আমার দলে নামকরা কোনো ক্রিকেটার নেই। সবাই মিডিওকার। কিন্তু এটাই সুযোগ নিজেদের লাইমলাইটে নিয়ে আসার। এ আসর দিয়ে তারা নিজেদের চেনাতে পারে। আমিও এটাই চাই তাদের কাছে। আমি চট্টগ্রামে সব ম্যাচ জেতার জন্য খেলব; কিন্তু হেরে গেলে দুঃখ থাকবে না। আমার টার্গেট ছেলেরা যেন নিজেদের সামর্থ্যটা বোঝে।’

    টুর্নামেন্টের অন্যতম ফেবারিট সাকিব আল হাসানের বরিশালও  দুই ম্যাচ খেলে পেয়েছে এক জয়। যদিও নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলে চট্টগ্রামের চেয়ে এগিয়ে তারা। তবে নতুন ভেন্যুতে জয় দিয়ে শুরু করতে চায় বরিশাল।

    এবারের বিপিএলে ফরচুন বরিশাল মানেই যেন চমকের সমাহার। দলটির নেতৃত্ব নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা, সেটি কেটে গেলেও অধিনায়ক সাকিব আল হাসান বারবারই দিয়েছেন আলোচনার খোরাক। এবার মাঠের লড়াইয়েও চমক দিল ফ্র্যাঞ্চাইজিটি। বরিশালের হয়ে ওপেনিং করতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ!

    ঢাকা প্রথম পর্ব শেষে আজ শুক্রবার থেকে বিপিএল শুরু হয়েছে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভেন্যুর উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ বরিশাল।

    দুপুর ২টায় শুরু হওয়া মাচটিতে টস জিতে সাকিবের দলকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। তাতেই টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো ওপেনিংয়ে দেখা গেল মিরাজকে।

    ওপর প্রান্ত আগলে খেলা আনামুল হক বিজয়ও খেলছেন দেখে শুনে। ৯ বলে ৬ রান করা এই ওপনোরকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অধিনায়ক সাকিব। ৪ ওভার শেষে এক উইকেট হারানো বরিশালের সংগ্রহ ৪৬ রান।

    বরিশাল নিউজ/এসএলটি 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...