গতকাল রাতেই করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করেছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ২ উইকেটে হেরে সিরিজ হেরে বসলেও রিজওয়ান দারুণ এক ইনিংস খেলেছেন। ৭৪ বলে ৭৭ রান করা সেই রিজওয়ান আজই নেমে পড়লেন বিপিএলে ।
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা কুমিল্লা প্রথম জয়ের জন্য মরিয়া।তাই রিজওয়ানকে পেতে আর দেরি করেনি। আজ সকালে ঢাকায় নামা রিজওয়ানকে সরাসরি হেলিকপ্টারে উড়িয়ে চট্টগ্রামে হাজির করেছে তারা।
টসের কয়েক মিনিট আগে জহুর আহমেদ স্টেডিয়াম লাগোয়া বিভাগীয় মহিল্লা ক্রীড়া কমপ্লেক্সে নেমেছে হেলিকপ্টার। আর সেখান থেকে আরেকটি গাড়িতে করে রাস্তা পার করে সোজা ড্রেসিংরুমে নেয়া হয়েছে পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যানকে। রিজওয়ানকে অবশ্য এখনই ব্যাট করতে হচ্ছে না। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।
বরিশাল নিউজ/স্ব/খ