More

    বরিশালে ছাত্রদল নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশাল নগর থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

    বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, শুক্রবার রাত ১টার দিকে নগরীর কাউনিয়া জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। পরে ইমরানকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকায় নেওয়া হয়েছে। অ্যাডভোকেট শাহীন আরও জানান, ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, পল্টন থানায় একটি মামলার আসামি ইমরান। মামলার আসামি হিসেবে ইমরানকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে তারা তাকে নিয়ে চলে গেছে।

    বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, তিনি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তাই জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান। তাকে শুক্রবার রাতে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।

     বরিশাল নিউজ/এসএলটি 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...