More

    আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা

    অবশ্যই পরুন

    কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের সৌন্দর্যের ছটায় তার ভক্তদের চোখে ধাঁধা লেগে যায়। মধুমিতার অভিনয় দক্ষতার প্রশংসাও যেমন করেন সবাই, আবার তার সৌন্দর্য নিয়েও আলোচনা কম হয় না।

    এর বাইরে নানা বক্তব্যের কারণেও সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ড’ হয়ে ওঠেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরুষদেরকে ঘৃণা করেন বলে জানিয়েছেন মধুমিতা। আর তাতেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

    মধুমিতা কি এখনো সিঙ্গল? এমন প্রশ্নের জবাবে ওপার বাংলার এই অভিনেত্রী বলেন, আমি কাজের সঙ্গে কমিটেড। আর বিশ্বাস করুন, আই হেট ম্যান (আমি পুরুষদের ঘৃণা করি)। আপাতত কোনো পুরুষকে নিয়ে আমি ভাবছি। ক্যারিয়ারেই ফোকাস করেছি।

    তবে কী কারণে, এতটা ঘৃণা করেন সে বিষয়ে কিছু খোলাসা করেননি এই অভিনেত্রী।

    প্রসঙ্গত, টলিউডের অন্যতম ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে লুকিয়ে আইনিভাবে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের...