বরিশালে আভাসের ইমপ্রুভ এ্যাকসেস টু ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেনসিভ আই হেলথ সাভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
আজ ১৬ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় আভাস উন্নয়ন সংস্থার আয়োজনে হোটেল গ্রান্ড পার্কের হল রুমে সিবিএম গ্লোবাল ডিজেবিলিটি ইনক্লুশন বাংলাদেশ এর অর্থায়নে ইমপ্রুভ এ্যাকসেস টু ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেনসিভ আই হেলথ সাভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, পরিচালক শেবাচিম বরিশাল ডাঃ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান,
সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল প্রফেসর শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন।
শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করার মাধ্যমে প্রজেক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পরে অতিথিরা প্রজেক্টের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং প্রান্তিক সম্প্রদায়ের সদস্যদের বরিশালে ব্যাপক চক্ষু পরিচর্যা পরিসেবার সুবিধা উন্নত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হবে এই প্রকল্পে।
বরিশাল নিউজ/স্ব/খ