বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিনের নবজাতক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ জানুয়ারী) এক নারীকে আটক করে তার কাছ থেকে ওই নবজাতককে উদ্ধার করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা তিনি জানান, আজ সকালে বাচ্চাটি চুরি হওয়ার খবর পেয়ে আমরা বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চালাই।
পরে আমরা খবর পাই যিনি বাচ্চাটিকে চুরি করেছেন তিনি আমানতগঞ্জ ফাঁসি সংলগ্ন এলাকায় রয়েছেন পরে স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তানন্তর করি।
যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বরিশাল ডট নিউজ /স্ব/খ