More

    বাধা অতিক্রম করে শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের বিভাগীয় সমাবেশ

    অবশ্যই পরুন

    বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সন্ত্রাসী মহড়া ও টোকেনের প্রতারণামূলক প্রলোভন উপেক্ষা করে আজ ১৯শে জানুয়ারি ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ভ্যান-ইজিবাইক-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিভাগীয় সমাবেশে শ্রমিকের ঢল নামে। চার সহস্রাধিক শ্রমিকের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু উদ্যানের মাঠ।

    বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর ভারপ্রাপ্ত সভাপতি কমরেড দুলাল মল্লিক।  বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতা জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের পটুয়াখালী জেলা শাখার সংগঠক এডভোকেট জহিরুল আলম সবুজ, সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখার সংগঠক মানিক হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক প্রমুখ।

    কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, শ্রমিকরা অর্থনীতির চাকা ঘুরায় আর শাসকরা সেই শ্রম শোষণ করে সম্পদের পাহাড় গড়ে। ব্যাটারিচালিত যানবাহনকে লাইসেন্স দিলে তাদের অর্থ সরকারি কোষাগারেই জমা হবে অথচ লাইসেন্স ছাড়া এই লক্ষ লক্ষ শ্রমিক বিটবাণিজ্যের হোতাদের কাছে জিম্মি হয়ে আছে।  আই এম এফ এর কাছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়ে সরকার গ্যাস-বিদ্যুৎ-তেলের দাম বাড়িয়ে জনগনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই অনাচার-অবিচারের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার জন্য কমরেড রতন শ্রমিকদের প্রতি আহবান জানান।

    সংগ্রাম পরিষদের সভাপতি খালেকুজ্জামান লিপন বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হঠাৎ করে ঘুম ভেঙে সংগ্রাম পরিষদের ও শ্রমিক ফ্রন্টের সমাবেশের দিন যেভাবে লাইসেন্স দেয়ার জন্য শ্রমিকদের ডেকেছেন তা দিয়ে তাদের শ্রমিক আন্দোলন নস্যাৎ করার দুরভিসন্ধিই প্রকাশ পেয়েছে। তিনি বলেন,ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে বরিশালসহ সারাদেশে ১২ বছর ধরে শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন হয়ে আসছে এবং সংগ্রাম পরিষদের নেতৃত্বেই শ্রমিকরা এপর্যন্ত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের নীতিমালা ও সুপ্রীম কোর্ট থেকে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার রায়  আদায় করেছে। তিনি আগামী মার্চ মাসে BRTA প্রনীত নীতিমালা বাস্তবায়নে সড়ক পরিবহন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বরিশালের শ্রমিকদের অংশ নেয়ার আহবান জানান।

    সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, গতকাল পাড়ায় পাড়ায় সন্ত্রাসী মহড়া ও আজ সকালে সিটি কর্পোরেশন ঘোষিত লাইসেন্সের প্রতারণামূলক প্রলোভন উপেক্ষা করে যারা সংগ্রাম পরিষদের ও শ্রমিক ফ্রন্টের সমাবেশে এসেছেন তারা শ্রমিক শ্রেণীর সত্যিকারের প্রতিনিধি। এই শ্রমিকদের হাত ধরেই BRTA হতে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স আদায় হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

    বক্তারা শ্রমিক ফ্রন্ট এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিসহ ৬ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকল শ্রমিকদের আহবান জানান।

     বরিশাল ডট নিউজ / স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগর এর অভিযোগ সংবাদ সম্মেলনে

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর...