More

    বরগুনার উপকূলের অসহায় মানুষ এর পাশে ধ্রুবতারা

    অবশ্যই পরুন

    বঙ্গোপসাগর লাগোয়া বরগুনার তালতলী উপজেলার ভাঙন কবলিত নিদ্রা ও নলবুনিয়া এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
     আজ শনিবার(২১ জানুয়ারি) দুপুর ২ টার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা গুচ্ছ গ্রাম ও নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে আইপিডিসি ফাইন্যান্সের সহযোগীতায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
    শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি সুমন সিকদার।
    এসময় তালতলী উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়া, পর্যটক উদ্যোক্তা আরিফ রহমান, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ।
    ধ্রুবতারা  বরগুনা জেলা শাখার সহ সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক রাব্বি আহমেদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাওলাদার তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা শাখার সভাপতি সুমন সিকদার বলেন, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবারে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    তিনি বলেন, তারই ধারাবাহিকতায় বরগুনার তালতলীতে ভাঙনকবলিত এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দিনেও ধ্রুবতারার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...