More

    বরিশালে ইমামদের প্রতিবাদ সমাবেশ

    অবশ্যই পরুন

    সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ এবং দেশে মাধ্যমিকের পাঠ্য পুস্তকে মুসলিমক শাসনের ইতিহাস বিকৃতি সহ অসংগতিপূর্ন তথ্য সন্নিবেশের প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখা। আজ ( ২৯ জানুয়ারী ) রবিবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

    সমাবেশে থেকে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আমাদের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবী জানানো হয়। ইমাম সমিতির বরিশাল মহানগর এর সভাপতি কাজী আবদুল মান্নান কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

    বক্তৃতা করেন মাওলানা নুরুর রহমান বেগ, মাওলানা আব্দুর রব, মাওলানা সামসুল হক, নজরুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর পাঠ্য পুস্তকে সমাজ বিজ্ঞান ও ইতিহাসে ডারউউন এর মতবাদ সংযুক্ত করা এবং ইতিহাসে মুসলিম শাসনের ইতিহাস বিকৃত করে মুসলনদের অনুভুুতিতে আঘাত করা হয়েছে।

    সমাবেশ থেকে অবিলম্বে সেই সকল পাঠ্য বই বাতিল এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবী করা হয়।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...