More

    অপহরন গাজীপুরে, তরুণী উদ্ধার বরিশালে

    অবশ্যই পরুন

    ঢাকার গাজীপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে বরিশাল নগরী থেকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটক অপহরণকারী হযরত আলী আপন (২৩) সিলেট হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার মদনপুর গ্রামের কাসেম আলীর ছেলে।

    সোমবার সকালে র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুরের পূবাইল এলাকা থেকে ওই কিশোরীকে (১৭) অপহরণ করা হয়।

    এ ঘটনায় গত ২৪ জানুয়ারি পূর্বাইল থানায় অপহৃতা কিশোরীর বাবা মামলা দায়ের করেন। পূর্বাইল থানা অপহরণকারীকে আটক করতে র‌্যাব-৮ এ সুপারিশ পাঠায়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়।

    বরিশাল ডট নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...