More

    পিরোজপুরে পুরনো খেয়াঘাটের ৫ দোকান পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিবেদক: আগুনে পুড়ে গেছে ৫দোকান।  ছাই হয়ে গেছে পিরোজপুরের পুরনো খেয়াঘাটে  পাঁচটি দোকান  । বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে একটি পুরনো ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    জানা গেছে, আগুনে একটি স মিল, মুদি দোকান, বেকারির গুদামঘর ও আসবাবপত্রের দোকানসহ মোট পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আউয়ালের ভাঙ্গারির দোকান থেকে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী রতনের মুদি দোকান, আসাদের স মিল, তরিকা বেকারির গুদাম ও আসবাবপত্রের দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব-অফিসার আবদুল রশিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক  ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আউয়াল ভাঙ্গারির দোকানঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

     

    বরিশাল ডট নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...