জেষ্ঠ্য প্রতিবেদক: বরিশালে বিএনপি’র বিভাগীয় সমাবেশকে ঘিরে প্রাণ চাঞ্চল্য এসেছে নেতা-কর্মিদের মাঝে। ৪ ফেব্রুয়ারী জিলা স্কুল মাঠে সমাবেশ হবে। গত কয়েকদিন ধরে বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের নেতা কমিরা ব্যাপক প্রচারনা গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে চলছে দলের নেতা কর্মিদের বৈঠক। সাধারনের মধ্যে ছোট ছোট দলে চলছে লিফলেট বা প্রচার পত্র বিলি। সরকারের পতন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, নেতা কর্মিদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করবে দলটি। ইতোমধ্যে মঞ্চ নির্মান সহ অন্যান্য সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র ডাকা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। অন্যান্যের মধ্যে ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ভাইস চেয়ারম্যার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার সহ জেলা ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ
বরিশাল ডট নিউজ/স্ব/খ