শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে সেনাবাহিনীর মেজর পরিচয়ে ১৭ বছরের তরুণীকে বিয়ে করায় ভুয়া মেজর বরসহ ৩ বরকে গ্রেফতার করা হয়েছে।
মেজর প্রতারক বরের নাম রেজা (৪২)। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
মিথ্যা পরিচয়ে বিয়েতে সহযোগিতার অভিযোগে টঙ্গীর মাছিমপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে শাহরিয়ার আবির (২৫) ও একই এলাকার মৃত মুসলিমের ছেলে সোহাগ (৩০) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি ভুয়া সেনা মেজর পরিচয়পত্র ও একটি হাতকড়া উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার রাত ১০টার দিকে এক ভুয়া মেজর পরিচয়ে বরের ছদ্মবেশে বিয়ে করার জন্য মাছিমপুর এলাকায় আসেন রেজা। স্থানীয় বাসিন্দারা সেনা মেজরের পরিচয় নিয়ে সন্দেহ করলে স্থানীয়রা মেজরের পরিচয়কে চ্যালেঞ্জ করে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ বিয়ে বাড়ি ঘেরাও করে ভুয়া মেজর বরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সময় তার কাছ থেকে একটি মেজর পদমর্যাদার জাল পরিচয়পত্র, একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকি-টকি জব্দ করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, সেনাবাহিনীর ভুয়া মেজর বর পরিচয় দিয়ে বিয়েতে আসা বরযাত্রীসহ ৩ জনকে আটক করা হয়েছে।