More

    মোবাইল আসক্তি কমাতে কাগজের প্লেন উড়ানো প্রতিযোগিতা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের সামাজিক উন্নয়ন সংস্থা হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    সামাজিক উন্নয়ন সংস্থা বাবুই, বিজয় নিশান ও বাবুই পাঠাগার শিশুদের মোবাইল ফোন আসক্তি থেকে মুক্ত করতে মানসিক বিনোদনের জন্য কাগজের উড়োজাহাজ ওড়ানোর এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।

    প্রথম থেকে তৃতীয় শ্রেণি এবং চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

    বাসভবন উন্নয়ন ট্রাস্টের পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে বাবুই সভাপতি অমিত বিশ্বাস ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি প্রধান অতিথি ছিলেন।

    বাবুইয়ের প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব। বিশেষ অতিথি ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা।

    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে এক হাজার, ৫০০ ও ৩০০ টাকা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল সামী টিভি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। আর সাধারণ...