More

    বরিশালে বঙ্গবন্ধুর স্থাপনকৃত কেন্দ্রীয় শহিদ মিনার আধুনিক হলো

    অবশ্যই পরুন

    জ্যেষ্ঠ প্রতিবেদক: বরিশালে কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালের ৪ জানুয়ারী বরিশাল শহরের বর্তমান শহিদ মিনার চত্বরেই এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।
    ৫০ বছর পর এর আধুনিক সংস্কার ও শোভা বর্ধন করলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র বলেন, বরিশালে ভাষা আন্দোলনের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে কেন্দ্রীয় শহিদ মিনারের আধুনিকায়নের এই কাজ। এছাড়া একুশের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে সৃজন করতেও বিশেষ ভূমিকা রাখবে। একাজে সকল মানুষের সহযোগিতা ও অংশ গ্রহন আশা করেন তিনি।
    আজ বিকেলে আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, সহ রাজনৈতিক সামাজিক -সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে ফলক উম্মোচন করা হয়। এরপর অমর একুশের চির ভাস্বর গান ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ এর একটি গীতি আলেখ্য উপহার দেয় নৃত্যাঙ্গন এর শিল্পীরা। অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে আলোচনা করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো: ইউনুস, বরিশালের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন,  বরিশাল জেলা আইনজীবি সমিতির সভাপতি লস্কর নুরুল হক, বরিশাল সাংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদ এর সভাপতি নজমুল হোসেন আকাশ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন...