More

    টাকা চুরির অভিযোগ, গৃহকর্ত্রীর কোপে গৃহ কর্মি হাসপাতালে

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদক: টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে। টাকা চুরি হয়েছিলো মুদি ব্যবসায়ী গৃহকর্তার। গুরুতর জখম গৃহকর্মি শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি বরিশাল নগরীর আমির কুটির এলাকার।

    নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমির কুটির এলাকার ছায়াবীথি ভবনের চারতলা ফ্ল্যাটের বাসিন্দা মুদী ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে শনিবার এ ঘটনা ঘটে।

    আহত ৩০ বছর বয়সী জেসমিন বেগমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যম্পের এসআই বিজয় সাংবাদিকদের জানান, গৃহকর্ত্রী বটি দিয়ে কুপিয়ে গৃহকর্মীকে জখম করেছে। এমন অভিযোগ নিয়ে ওই গৃহকর্মী হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

    হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক রেজাউল করিম সিকদার বলেন, “ওই নারীর মাথার আঘাত গুরুতর। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি; পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে।”

    গৃহকর্মি জেসমিন এর ভাই মো. রাসেল বলেন, তার বোন শফিকুলের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করে। শফিকুলের ১৫ হাজার টাকা চুরির ঘটনায় বোনকে দায়ি করা হয়। এ নিয়ে শনিবার সকালে শফিকুলের স্ত্রী তন্নি আক্তারের সঙ্গে বোনের কথা কাটাকাটি হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাশবন নিলামের আগে চুরি করে বিক্রি

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাশবন বিক্রিকে ঘিরে নতুন করে মাথাচাড়া দিয়েছে ঘুষ ও দুর্নীতির অভিযোগ। প্রশাসনের নিলাম বিজ্ঞপ্তির আগেই বিশ্ববিদ্যালয়ের...