More

    ৭ মার্চ পবিত্র শবে বরাত

    অবশ্যই পরুন

    দেশের আকাশে ১৪৪৪ হিজরির পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শাবান মাস শুরু হবে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি)।

    সে হিসেবে আগামী ৭ মার্চ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

    প্রতিমন্ত্রীর পক্ষে প্রজ্ঞাপন পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মহা. বশিরুল আলম

    সভায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সংক্রান্ত সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন ইন্সটিটিউট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আলোচনা করা হয়। ১৪৪৪ হিজরি, দেখা যায় আজ ২৯ রজব ১৪৪৪ হিজরি, ৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এ অবস্থায় আগামী ৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. ১৪৪৪ হিজরির পবিত্র শাবান মাস বুধবার থেকে গণনা শুরু হবে। এ প্রসঙ্গে আগামী ১৪ শাবান ১৪৪৪ হিজরি, ২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

    চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান...