কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে সীমা বেগম(৩৬) নামে এক গৃহবধূর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়। নিহত ওই গৃহবধু উপজেলার কয়ারিয়া এলাকার চরআলিমাবাদ গ্রামের কৃষক মোঃ সলেমান ফকিরের স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, গত ১৮ই জানুয়ারি দুপুরে গৃহবধূ সীমা বেগম ভাত রান্না করতে গিয়ে তার পরিহিত কাপড়ের আঁচলে আগুন লেগে শরীর পুড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সীমা বেগমের দুটি সন্তান পুত্র সন্তান ও কন্যা সন্তান রয়েছে।
উপজেলার কয়ারিয়া ইউপি চেয়ারম্যান,মোঃ নূর নূর মোহাম্মদ মোল্লা বলেন বিষয়টি খুব দুঃখজনক। ছোট ছোট সন্তান রেখে আগুনে পুড়ে সীমা বেগমের অকালে মৃত্যু হয়েছে।